Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রমজানে জগন্নাথপুরের সবজির বাজার চড়া

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে রমজানের আগে হঠাৎ করেই দাম বেড়েছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের। রোজা শুরুর সঙ্গে সঙ্গে সবজির বাজারও চড়া হয়। রোজার ১০ দিন অতিবাহিত হলেও সবজির দাম কমেনি, বরং বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, যেকোনো উৎসবেই জিনিসপত্রের চাহিদা বেড়ে যায়। আর এ সুযোগে দামও বাড়ে। যেমনটি রোজার উপলক্ষে ঘটেছে। জগন্নাথপুর উপজেলা সদর বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, রমজান শুরুর পর থেকে কাঁচা বাজারের প্রায় সব পণ্যর দাম দুই থেকে ১০ টাকা বেড়েছে। প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকায়, কাঁচামরিচ ৮০ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া প্রতিকেজি পেঁপে ৪০ টাকা থেকে ৪৫ টাকায় (রমজানের আগে ছিল ৩০ টাকায়), শসা ৬০ টাকা থেকে ৭০ টাকায় (গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩০ টাকা), গাজর ৫০ টাকা থেকে ৬০ টাকা, টমেটো ৪৫ টাকা থেকে ৫০ টাকা (রমজানের আগে ছিল ৩০-৩৫ টাকা), ধনিয়া পাতা ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি হচ্ছে। জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী দিপলু জানান,কাঁচা বাজারের পণ্যর দাম রমজানে খুব একটা বাড়েনি। কয়েকটি পণ্যে দুই এক টাকা বেড়েছে। দিপলু সহ ব্যবসায়ীদের দাবি জগন্নাথপুরে কাঁচা বাজার স্বাভাবিক রয়েছে। পরিবহন ব্যয়ের কারণে কিছুটা বেড়েছে। জগন্নাথপুর গ্রামের বাসিন্দা নুরুল হক জানান,সুযোগ পেলেই ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়িয়ে দেন। রমজানেও এর ব্যতিক্রম হয়নি। চাহিদামতো সরবরাহ থাকার পরও নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্যের দাম কিছুটা বেড়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম স্বিতিশীল রাখতে বাজার মনিটরিং কমিটি রয়েছে। উক্ত কমিটির সভায় আলোচনা করে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

Exit mobile version