Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রমজানে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে অফিস

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পবিত্র রমজান মাসের জন্য নতুন করে অফিস সময় নির্ধারণ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অফিসসূচি নির্ধারণ করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফিন জানিয়েছেন, এবার রোজায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।

সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ মে রোজা

Exit mobile version