Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রমজান আসার আগেই সিটি করপোরেশনের নির্বাচন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- রমজান মাস শুরুর আগেই সিটি করপোরেশনের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সভাকক্ষে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ।

ঢাকার দুটি ও চট্টগ্রামের একটিসহ তিন সিটি করপোরশন নির্বাচনের তফসিল চলতি মাসেই ঘোষণা করা হবে বলেও জানান সিইসি। নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি না এমন প্রশ্নে সিইসি বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে হওয়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, শিক্ষা সচিব, পুলিশ মহা-পরিদর্শক, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, আনসার-ভিডিপির মহা-পরিচালক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Exit mobile version