Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ,স্কুল ড্রেস প্রদান ও স্বাধীনতা দিবসের আলোচনাসভা শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দবির মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এমসি কলেজের ছাত্র নুরুদ্দীন আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান বকুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির আহমদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,ঝিগলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাপ্রু চাই মারমা, শিক্ষক বুরহান উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী আইয়ুব মিয়া,দবির মিয়া,হাজী সাহিদ আলী,সুফি মিয়া,মুজেফর আলী,গাফফার আহমদ,আজিজুর রহমান,মাসুক মিয়া,সুলতান মিয়া,সিরাজুল আলম,সুনা মিয়া আবু শহিদ আহমদ প্রমুখ সভায় যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমানের উদ্যোগে বিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ ও ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান বকুল বলেন,বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ জাতি গঠনে কাজ করছে। তাই নাগরিকদেরকে দেশপ্রেমে উদ্বুধ হয়ে স্বাধীনতার মুল্যবোধকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার নেতৃত্বকে সহযোগীতা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, শেক হাসিনার সরকার উন্নয়নের সরকার। এই সরকারের শাসনামলে শিক্ষাসহ সামগ্রীক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, বর্তমান সরকার শিক্ষিত জাতি গঠনে নিরলসভাবে কাজ করছে। আমাদের নির্বাচিত সংসদ সদস্য একজন শিক্ষাবান্ধন জনপ্রতিনিধি হিসেবে তিনি শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছেন। তিনি একটি শিক্ষিত উন্নত জাতি গঠনে বর্তমান সরকারকে সহযোগীতা করার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, জগন্নাথপুর উপজেলার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এ উপজেলার একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান। তাই এ প্রতিষ্ঠানের প্রতি আমাদের নজর রয়েছে।
সভাপতির বক্তব্যয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দবির মিয়া বলেন, সকলের সহযোগীতায় একটি আর্দশ বিদ্যালয় প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

পরে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষথেকে প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে সন্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

Exit mobile version