Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাজনের খুনিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা না করার আহবান জানান মিসবাহ উদ্দিন সিরাজ

স্টাফ রিপোর্টার::চোর সাজিয়ে কিশোর শেখ সামিউল আলম রাজন মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যার ঘটনা এখন সিলেটসহ দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। উত্তাল ফেসবুক টুইটারসহ নানান গণযোগাযোগ মাধ্যম গুলো। বর্বরোচিত এই হত্যাকান্ডের প্রতিবাদে এবং ঘাতকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর কুমারগাঁও তেমুখী পয়েন্টে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে হাজার হাজার মানুষের কন্ঠে ছিল একই সুর, ‘রাজনের খুদিনের ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে’

আজ মঙ্গলবার সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকাধীন ত্রিমুখী পয়েন্টে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মকসুদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।

এসময়, মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ওসি (তদন্ত) আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামকে থানায় রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। রাজনের পরিবার এদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এদেরকে থানা থেকে প্রত্যাহার করতে হবে। তিনি রাজনের খুনিদের পক্ষে কোনো আইনজীবীকে আদালতে মামলা পরিচালনা না করার আহবান জানান।

ভিডিও চিত্রে যে ব্যক্তিকে নির্মমভাবে রাজনকে মারতে দেখা যায়, সেই নরপিশাচ কামরুল সোমবার রাতে সৌদি আরবে আটক হওয়ায় সিলেটের সর্বস্তরের লোকজন আনন্দিত। তারা যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে বিচারের মুখোমুখি দাড় করানোর দাবিতে সোচ্চার।

এদিকে, চাঞ্চল্যকর এই শিশু হত্যার ঘটনায় দুই প্রত্যক্ষদর্শী আজমত উল্লাহ ও ফিরোজ মিয়া মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোঃ সাহেদুল করিমের আদালতে হাজির করা হয়। তারা প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দী দিয়েছেন।

Exit mobile version