Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাজশাহীতে আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ১

জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকম::রাজশাহীর বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।বগুড়ায় শিয়া মসজিদে নামাজে গুলি, মুয়াজ্জিন নিহত। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান। ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
স্থানীয়রা বলছেন, মচমইল সৈয়দপুর চকপাড়া আহমদিয়া মুসলিম জামাতের ওই মসজিদে দুপুর দেড়টার দিকে জুমার নামাজ শুরুর পর দ্বিতীয় রাকাতে এক যুবক পোশাকের নিচ থেকে বোমা বের করে বিস্ফোরণ ঘটান।ওসি মতিয়ার রহমান জানান, বিস্ফোরণে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ময়েজ উদ্দিন, সায়েব আলী এবং নয়ন নামে ১২ বছর বয়সী এক বালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহমদিয়া সম্প্রদায়ের লোকজনই ওই মসজিদে নামাজ পড়তেন। বিস্ফোরণের পর পুলিশ মসজিদটি ঘিরে রেখেছে। এর আগেও বিভিন্ন সময়ে কারা এ হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ২০০৩-০৪ সালে এই বাগমারা এলাকাতেই জেএমবির শুরা কমিটির প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নেতৃত্বে জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ বা জেএমজেবি নামে একটি জঙ্গি দল সক্রিয় হয়ে ওঠে।

Exit mobile version