Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জগন্নাথপুরে সাজ সাজ রব

স্টাফ রিপোর্টার:: লোক সংষ্কৃতির মহারাজা মরমি সাধক কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কবির জন্মভূমি জগন্নাথপুরে এখন সাজ সাজ রব। আগামী ৮ নভেম্বর প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সংষ্কৃতি মন্ত্রনালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসন তিনদিন ব্যাপী উৎসবের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানের একদিনের আয়োজন জগন্নাথপুরে হতে যাচ্ছে। মরমী সাধক কবি রাধারমণ দত্তের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ এলাকা জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুুতি। একদিন ব্যাপী আয়োজন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান,সুনামগঞ্চ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,তথ্য সচিব মর্তুজা উপস্থিত থাকবেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমী,সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী ও রাধারমণ দত্তের গানের বিখ্যাত শিল্পী বিশ্বজিৎ রায়, মরিয়ম বেগম সুরমাসহ খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। জগন্নাথপুরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুুতি হিসেবে নেয়া হয়েছে নানা কর্মসূচী। উপজেলা প্রশাসন জগন্নাথপুর ডিগ্রী কলেজ মাঠে মঞ্চ প্রস্তুুত ও কবির স্মৃতি বিজড়ীত কেশবপুর গ্রামের সমাধি মন্দিরকে সংষ্কার কাজ সম্পন্ন করেছে। এছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হ্যালিকপ্টার নামানোর জন্য স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হ্যালিপ্যাড তৈরীর কাজ শেষ করেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মরমী সাধক রাধারমণ দত্তের জন্মভূমি হিসেবে তাঁর মৃত্যু শতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুরে হচ্ছে। আমরা ইতিমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করেছি। তিনি বলেন,মহান সাধকের স্মরণ উৎসবকে ঘীরে উপজেলাবাসীর মধ্যেও অন্যরকম আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। এছাড়াও একসাথে দুইমন্ত্রীর আগমন জগন্নাথপুরের উৎসবকে প্রান্তবন্ত করে তুলবে বলে আশা করছি। তিনি জগন্নাথপুরে সকল প্রস্তুুতি সম্পন্ন বলে দাবী করেন।

Exit mobile version