Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাধারমণ দত্তের ১০২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:; উপমহাদেশের প্রখ্যাত মরমী সাধক কবি বৈষ্ণবপদাবলীর মহারাজা সহজিয়া বাউল গীতিকবি রাধারমণ দত্ত পুরকায়স্থের ১০২তম মহাপ্রয়ান দিবস শুক্রবার উপলক্ষে তাঁর জন্মভূমি জগন্নাথপুর উপজেলার কেশবপুরে প্রতি বছরের ন্যায় এবারও নেয়া হয়েছে নানা কর্মসূচী। কেশবপুর রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রবীণ রাজনীতিবীদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ,অফিসার ইনচার্জ হারুণ রশিদ চৌধুরী,প্যানেল মেয়র সফিকুল হক,কাউন্সিলর তাজিবুর রহমান। সভায় মূখ্য আলোচক হিসেবে থাকার কথা রয়েছে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামছুল আবেদীন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাউল শিল্পী হারুন মিয়া,বাবলী সরকার,শিল্পী লায়লা, চ্যানেল আই সেরা কন্ঠের শিল্পী বুশরা আক্তার ঝুমু, ফয়সল গনি প্রমুখ

Exit mobile version