Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাধারমন দত্তের ১০৩তম প্রয়ান দিবসে জগন্নাথপুরে ৯ ও ১০ নভেম্বর ২ দিনব্যাপী উৎসব

স্টাফ রিপোর্টার :: উপমহাদেশের কিংবদন্তী মরমী সাধক ধামাইল গানের প্রবর্তক গীতিকবি রাধারমন দত্তের ১০৩ তম প্রয়ান দিবস উপলক্ষে তাঁর স্মৃতি বিজড়িত জন্মভূমি জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুরে রাধারমন স্মৃতি কমপ্লেক্স এর প্রস্তাবিত জায়গায় এবার দুইদিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। রাধারমন সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ০৯ নভেম্বর অনুষ্ঠিত উৎসবের প্রথমদিনে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রবীণ রাজনীতিবীদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, প্যানেল মেয়র সফিকু্ল হক,পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক,রাধারমন সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আনহার মিয়া মুন্না,কাউন্সিলর তাজিবুর রহমাম।সভায় সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম।১০ নভেম্বর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,বিশেষ অতিথি থাকবেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,ওসি হারুনুর রশীদ চৌধুরী,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামসুল আবেদীন,কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল,জেলা শিল্প কলা একাডেমীর যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট দেবদাশ চৌধুরী,সুনামগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ দুই দিনের উৎসবে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। এতে স্হানীয় শিল্পীদের পাশাপাশি দেশসেরা বাউলশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

Exit mobile version