Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জের নির্বাচন নিয়ে প্রার্থীরা দুশ্চিন্তায় পড়েছেন

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা।২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নিয়ে চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা প্রচার প্রচারনার শেষ প্রান্তে এসে ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রাক্কালে হাইকোর্টের নির্দেশে নির্বাচন তিন মাসের স্থগিতাদেশ এলে প্রার্থীরা থমকে যান নির্বাচন থেকে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় অনেক প্রার্থী তাদের প্রচারনা বন্ধ করে দেন। রবিবার উচ্চ আদালতের রায়ে নির্বাচন দ্রুত করতে নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে স্থগিতাদেশ ব্যাকেট করলে নির্বাচন নিয়ে ইউনিয়নবাসীর মধ্যে আশার সঞ্চার হয়। কিন্তু আবারও খবর আসে এরায়ের বিরুদ্ধে আপীল হচ্ছে। ইতিমধ্যে পঞ্চমধাপের ২৮ মে এর নির্বাচন শেষ হয়েছে। কবে নির্বাচন হবে এনিয়ে চলে নানা জল্পনা কল্পনা। সর্বশেষ ৪ জুন ষষ্টধাপে নির্বাচন হতে পারে এমন খবরে নড়েচড়ে বসেন প্রার্থীরা। কিন্তু এসময়ের মধ্যে তাদের প্রচার প্রচারনার ছন্দপতন নির্বাচনী উৎসব মলিন হয়ে গেছে। ৪ জুন নির্বাচন হলে হাতে সময় মাত্র দুই দিন। এই সময়ের মধ্যে বিশেষ করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী প্রার্থীরা অনেকটা বেকায়দায় পড়বেন। মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরা চোখে অন্ধকার দেখছেন। নাম প্রকাশে অনিচ্চুক কয়েকজন প্রার্থী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক টাকা পয়সা খরচ করে প্রচার প্রচারনা চালিয়ে ছিলাম। নির্বাচন স্থগিতাদেশের খবরে সবকিছু বন্ধ হয়ে যায়। হঠাৎ করে এখন দুইদিন পর নির্বাচন হলে কীভাবে কি খরব। নির্বাচন দিতে হলে কমপক্ষে এক সপ্তাহ সময় দেয়া দরকার। মেম্বার প্রার্থী মমরাজ হোসেন রাজ বলেন, নির্বাচন নিয়ে আইনি জটিলতা আমি সহ সকল প্রার্থীদের প্রচারনায় ছন্দপতন ঘটেছে। যা কোন ভাবেই এ সংকীর্ণ সময়ের মধ্যে পূরণ করা যাবে না। নির্বাচন হোক আমরা সবাই চাই। কিন্তু এ জন্য উপযুক্ত পরিবেশ থাকা প্রয়োজন। এখনো নির্বাচন হবে কী হবে না তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না এঅবস্থায় কি যে করি বুঝে উঠতে পারছি না।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের সীমানা নদী ভাঙ্গনে বদলে যাওয়ায় সীমানা চিহিৃত করে নির্বাচন দেয়ার দাবীকরে রিটকারী মজলুল হক বলেন, ৪ জুন নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। কারণ উচ্চ আদালদ নির্বাচন কমিশনকে দ্রুত নির্বাচন করার নির্দেশ দিলেও এই সময়ের মধ্যে তা বাস্তবায়ন করার সুযোগ নেই। কারণ আদালতের রায়ের কপি এখনো নির্বাচন কমিশনে পৌঁছেনি।
এদিকে স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপীলকারী আইনজীবি ব্যারিষ্টার এম এনামুল কিবির ইমন বলেন, নির্বাচন কমিশন আন্তরিক হলে ষষ্ঠধাপে রানীগঞ্জে নির্বাচন হতে পারে। যেহেতু কোন আইনি বাধা নেই তাই ৪ জুন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এখনো নির্বাচন কমিশনের আদেশ পাইনি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। আদেশ পেলেই কাজ শুরু করব।

Exit mobile version