Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জে অবৈধভাবে উত্তোলনকৃত বালু নিলাম হবে ২ এপ্রিল

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জব্দকৃত বালু নিলামের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী ২ এপ্রিল নিলাম হবে বলে জানা গেছে।
জানা গেছে, কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শুরু হলে একটি চক্র নদী খননের অনুমতি এনে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করতে থাকে। বিষয়টি এলাকাবাসী লিখিতভাবে সুনামগঞ্জের জেলা প্রশাসককে অবহিত করলে জেলা প্রশাসকের নির্দেশে ম্যাজিষ্ট্রেট এসে বালু জব্দ করে। এবং উক্ত বালু নিলাম করার জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশ দেয়া হয়। যার প্রেক্ষিতে ২ এপ্রিল জব্দকৃত বালু নিলামের সিদ্ধান্ত নেয়া হয়। এবিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,জেলা প্রশাসকের নির্দেশে কুশিয়ারা নদী এলাকা থেকে বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলাম দেয়ার প্রক্রিয়া চলছে।

Exit mobile version