Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জে ইউনিয়নের ১৩ কেন্দ্রে ভোটযুদ্ধ চলছে

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নসহ সিলেট বিভাগের ১২ উপজেলায় ৮৬ ইউপিতে ভোট যুদ্ধ চলছে। শনিবার সকাল ৮টা থেকে নিজ নিজ কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রানীগঞ্জের ১৩টি ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটাররা প্রচন্ড গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। রানীগঞ্জ ইউনিয়নের ১৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৪টি। প্রতিটি কেন্দ্রে পযাপ্ত নিরাপত্তাকর্মী রয়েছে। এখনো কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহন চলছে। এছাড়াও সিলেটের বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ২১টি ইউনিয়নে, সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, তাহির, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার ২৬টি ইউনিয়নে, মৌলভীবাজারের সদর উপজেলার ১২টি ইউনিয়নে, হবিগঞ্জের সদর, বাহুবল, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলার ২৭টি ইউনিয়নে আজ শনিবার শেষধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ৮৩৬ কেন্দ্রের মধ্যে ৬২৫টিই কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।

নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রয়েছে- সিলেটে ১৯৫টি কেন্দ্রের মধ্যে ১০৮টি, মৌলভীবাজারে ১১৩টি কেন্দ্রের মধ্যে ৯৫টি, হবিগঞ্জে ২৬৯টি কেন্দ্রের মধ্যে ২২৫টি এবং সুনামগঞ্জে ২৫৮টি কেন্দ্রের মধ্যে ১৯৭টি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে ২৮ মে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রানীগঞ্জ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। তিনি জানান,অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

Exit mobile version