Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জে মতবিনিময়সভা অনুষ্ঠিত

সিন্ধুমনি সরকার রানীগঞ্জ থেকে:: রানীগঞ্জ ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ পি সি এস বি এবং অন্যান্যদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা আজ সকালে অনুষ্টিত হয় । সভা পরিচালনা করেন রানীগঞ্জ ইউপি সচিব মোহাম্মদ আব্দুল গফুর।
উক্ত সভায় বক্তব্য রাখেন উপস্থিত সদস্য আব্দুল কালাম, মোঃ সুলতান মিয়া, লায়লা বেগম, প্রকল্প কর্মকর্তা কেয়ার জি এসকে সি এইচ বি, সঞ্জয় আচার্য্য, এইচ এ রানীগঞ্জ-৩, মোঃ সাখাওয়াত হোসেন, এইচ এ রানীগঞ্জ-২, মারজানা বেগম, পি সি এস বি এ, রোহেনা বেগম, মারজানা বেগম, পি সি এস বি এ, মাহমুদা বেগম মারজানা বেগম, পি সি এস বি এ, দিপালী দাস, মারজানা বেগম, পি সি এস বি এ, জলি বেগম ঝুমা সেচ্ছসেবী, ইলা রানী চক্রবর্তী এফ ডব্লিউ, শিলা রানী মৈত্রী, এফ ডব্লিউ এ, বিনতী রানী বৈদ্য, এফ ডব্লিউ এ, ফখরুল ইসলাম এফ পি আই, পাইলগাঁও, আব্দুল জলিল, এ এইচ আই, বক্তরা রানীগঞ্জ ইউনিয়নের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে ৬(ছয়)দিন কর্মদিবস উপস্থিতি নিশ্চিত করার ঘোষনা দেন, এবং প্রতিটি মা- ও শিশুকে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির অঙ্গিকার করেন।

Exit mobile version