Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জ ইউনিয়ন নির্বাচন থেকে সরে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান মজলুল হক

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজলুল হক নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে তাড়াহুড়া কেরে নির্বাচন করার অভিযোগ এনে তিনি তাঁর আইনজীবির পরামর্শে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জগন্নাথপর টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। কিছু সময়ের মধ্যে সংবাদ সন্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষনা দিবেন। এছাড়াও তিনি নির্বাচন বর্জনের বিষয়টি রির্টানিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে লিখিতভাবে জানাবেন। মজলুল হক দাবী করেন, কুশিয়ারা নদীর ভাঙ্গনে রানীগঞ্জ ইউনিয়নের সীমানা পরিবর্তন হয়েছে উল্লেখ করে সীমনা নির্ধারন করে নির্বাচন দেয়ার দাবিতে হাইকোর্টে রিট করলে হা্ইকোর্ট তিন মাসের জন্য নির্বাচন স্থগিতাদেশ প্রদান করেন। পরবর্তীতে উক্ত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল হলে আদালত দ্রুত নির্বাচন দিতে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেন। কিন্তু নির্বাচন কমিশন কোন সিডিউল ঘোষনা না করে ৪জুন নির্বাচনের আয়োজন করে। এতে করে প্রার্থী হিসেবে তিনি অপ্রস্তুত ও আদালতের রায় অনুযায়ী পূনরায় সিডিউল ঘোষনা না করায় আইনজীবির পরামর্শে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন। বিস্তারিত আসছে

Exit mobile version