Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রানীগঞ্জ কলেজে শিক্ষার মানোন্নয়ন সভায় বিজন কুমার দেব -শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে

    স্টাফ রিপোর্টার ঃজগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব বলেছেন শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সুনাগরিক হিসেবে তৈরী হতে হবে। তিনি বলেন,একজন শিক্ষিত ভাল মানুষই পারে সমাজ ও রাষ্ট্র কে ভাল কিছু উপহার দিতে। তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষা কে অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনা করছেন। আমাদের সাংসদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একজন শিক্ষাবান্ধব জনপ্রতিনিধি। তাঁর নেতৃত্বে জগন্নাথপুরের শিক্ষা ব্যবস্হার আমুল পরিবর্তন শুরু হয়েছে। আগামীতে তাঁর নেতৃত্বে জগন্নাথপুরের শিক্ষা কে এগিয়ে নিয়ে সকলের প্রচেষ্টায় মান সন্মত শিক্ষা নিশ্চিত করতে চাই। তিনি রানীগঞ্জ কলেজ ভবন নির্মাণ সহ কলেজের সমস্যা সমাধানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

    রোববার
    জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ কলেজে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কলেজ মিলনায়তনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসনে এর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক মিছলুর রহমান এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম,রানীগঞ্জের প্রবীন শিক্ষক নিশী কান্ত রায়, উপজেলা যুবলীগের সহসভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, কলেজগ গর্ভনিং কমিটির সদস্য শিক্ষানুরাগী
    মুক্তার মিয়া,শাহ জামাল হোসেন মুক্তার,কলেজ অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, সাবেক অধ্যক্ষ আবু খালেদ,প্রভাষক ইমরান আলী,মিজানুর রহমান,উপজেলা যুবলীগ সহ সভাপতি সালেহ আহমদ কলেজ ছাত্র ইমন আলী,মাহি আক্তার,খালিদ হাসান, আবুল হাসনাত প্রমুখ

    পরে রানীগঞ্জ কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব কে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

Exit mobile version