Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির আশংকা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাশিয়ার কামাচাতকা উপকূল ও আলাস্কার এল্যুশিয়ান দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ মঙ্গলবারের শক্তিশালী এই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এটা এ বছরের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প।

মার্কিন ভূ তাত্ত্বিক জরিপ সংস্থার মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো কামচাতকা উপকূল থেকে ১২৫ মাইল দূরে। ভূমিকম্পটি প্রথমে ৭ দশমিক ৭ মাত্রার ছিলো। এরপর কমে ৭.৪ মাত্রার হয়। পরে বেড়ে হয় ৭.৮ মাত্রার।

মার্কিন প্রশান্ত মহসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূলের ১৮৬ মাইলের মধ্যে হওয়ায় সুনামির আশংকা রয়েছে।

Exit mobile version