Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রাস্তায় মুসলিম নারীদের বোরকা কাটছে পুলিশ!

জগন্নাথপুর২৪ ডেস্ক::চীনের উইঘুরে মুসলিম নারীদের বোরকা কেটে দিচ্ছে স্থানীয় পুলিশ। রাস্তায় বের হওয়া নারীদের পরনে বোরকা বা রোরকা সদৃশ লম্বা পোষাক দেখলেই তা জোর করে কেটে ফেলা হচ্ছে। খবর ইয়ানি শাফাকের।

দীর্ঘ দিন ধরে চীনের উইঘুরে মুসলিম নির্যাতনের অভিযোগ রয়েছে। রমজান মাসে সেখানে মুসলমানদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা ও মুসলিম প্রথা অনুযায়ী শিশুদের নাম রাখা নিষিদ্ধ করা হয়েছে।

চীনের উইঘুর এলাকায় মুসলিম নারীদের পোষাক বিশেষ কোমরের নিচে পোষাক ঝুলে থাকলে বা বোরকা সদৃশ হলে তা কেটে নেওয়ার নতুন এ নির্যাতন শুরু করেছে পুলিশ।

ডকুমেন্টিং এগেইনিস্ট মুসলিম (ডিওএম) নামক একটি সংগঠন অভিযোগে জানা গেছে, মুসলিম নারীদের পোষাক লম্বা হলে রাস্তার মাঝে তাকে ধরে তার পোষাক ছোট করে কেটে দেওয়া হচ্ছে।

Exit mobile version