Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রুশনারা আলীর দ্বিতীয়বারের মতো বিজয়ে সিলেটে আনন্দের বণ্যা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: যুক্তরাজ্যের ৫৬তম সাধারণ নির্বাচনে বাংলাদেশীমেয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা রুশনারা আলী বিপুল ভোটের ব্যবধানে আবারও এমপি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে কোন বাংলাদেশী বংশো™ভূত হিসেবে দ্বিতীয় বারের মতো ব্রিটেনের এমপি নির্বাচিত হলেন তিনি। তাঁর এই বিজয়ে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর,বিশ্বনাথ,বালাগঞ্জ,বিয়ানীবাজারসহ সিলেট বিভাগের সব জায়গায় আনন্দের বন্যা বইছে। এর আগে দেশটির ৫৫তম পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন রুশনারা।
প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী রুশনারা আলী ৩২ হাজার ৮৮৭ ভোট পান। তার পক্ষে ভোট পড়েছে ৬১ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন ৮ হাজার ৭০ ভোট। রুশনারা আলী ২৪ হাজার ৮১৭ ভোটের ব্যবধানে নির্বাচিত হন।
এদিকে লেবার পার্টির পক্ষ থেকে বাংলাদেশী বংশো™ভূত ও বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক এবং রূপা হকও প্রথমবারের মতো ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হন। রুশনারা টিউলিপ রুপাকে অভিনন্দন জানানো হচ্ছে বিভিন্ন মহলের পক্ষ থেকে। আনন্দ ভাসছে বাঙ্গালী জাতি।

Exit mobile version