Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রেইনট্রি হোটেল থেকে উদ্ধারকৃত মদের লাইসেন্স নেই

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীর বনানীর বহুল আলোচিত রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এম আদনান হারুন বলেছেন, ‘রেইনট্রি হোটেলে মদের লাইসেন্স নেই।’

মঙ্গলবার দুপুরে শুল্ক গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শুল্ক গোয়েন্দা বিভাগ কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এইচ এম আদনান হারুন।

হোটেলে মদ পাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হোটেলে অব্যবস্থাপনার কারণে এ ঘটনা ঘটতে পারে।’

তিনি জানান, তাদের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দাদের যেসব অভিযোগ রয়েছে সে বিষয়ে কাগজপত্র আজ জমা দিয়েছেন।

রেইনট্রি হোটেলের এমডিকে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান। তিনি বলেন, ১৪ মে রেইট্রি হোটেলে অভিযান চালিয়ে ১০ বোতল মদ উদ্ধারের পর হোটেল কর্তৃপক্ষ বলেছিল এগুলো জুস। তবে আজ (মঙ্গলবার) তারা স্বীকার করেছে— এগুলো মদ। মদ কেন রাখা হয়েছিল জানতে চাইলে তারা বলেন, গত এপ্রিলে বিদেশি অতিথিদের একটি দল তাদের হোটেলে এসেছিল। ওই অতিথিদের আপ্যায়নের জন্য এসব মদ আনা হয়েছিল। পরে এগুলো হোটেলের ১০১ নম্বর কক্ষে রাখা হয়।

মইনুল খান আরও জানান, রেইনট্রি হোটেলের বিরুদ্ধে ৮ লাখ ৩৭ হাজার টাকার শুল্ক ফাঁকির অভিযোগের বিপরীতে তারা যেসব কাগজপত্র জমা দিয়েছেন সেগুলো সঠিক নয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হোটেলে অবৈধভাবে মদ রাখা এবং ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগের ব্যাখ্যা চেয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের নোটিশে আদনান হারুন মঙ্গলবার কাকরাইলের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হন।

এই হোটেলেই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ৬ মে রাজধানীর বনানী থানায় একটি মামলা হয়। মামলায় দুই ছাত্রী অভিযোগ করেন, আপন জুয়েলাসের্র অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধুরা গত ২৮ মার্চ রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে তাদের ধর্ষণ করে।

ওই ঘটনার জের ধরে দিলদার ও তার ভাইদের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ ওঠায় জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে একটি অনুসন্ধান কমিটি করে তদন্ত শুরু করে শুল্ক গোয়েন্দা অধিদফতর। একই সময়ে বনানীর রেইনট্রি হোটেলেও অভিযান চালান শুল্ক গোয়েন্দারা। গত ১৪ মে চার তারকা ওই হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ১০ বোতল বিদেশি মদ ও নথিপত্র জব্দ করা হয়।

Exit mobile version