Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রেমিটেন্স প্রবাহ বাড়াতে ফি কমানো হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে শিগগিরই ফি কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার (৮ জুলাই) সকালে সিলেট নগরীর নাইওরপুল এলাকায় নবনির্মিত ফোয়ারা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে দেশে রেমিটেন্স প্রবাহ কমে গেছে। এ কমার পেছনে দুই কারণ দেখছেন অর্থমন্ত্রী। তার একটি বিদেশে প্রবাসীদের সেটেল হয়ে যাওয়া, অন্য কারণ রেমিটেন্স ফি।

জানালেন, বিদেশে প্রবাসীদের সেটেল হওয়ার হার বাড়ছে, তাই অনেকে টাকা কম পাঠাচ্ছেন। বিভিন্ন দেশে প্রবাসীদের সেটেলমেন্টের ব্যবস্থা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তারা সেখানে সেটেল হচ্ছেন।

এসমস্যা থেকে উত্তরণের উপায়ও বলেছেন অর্থমন্ত্রী। রেমিটেন্স প্রবাহ বাড়াতে আগামী মাস থেকেই ফি কমানো হবে বলে ইঙ্গিত তার।

অর্থমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, একটা অভিযোগ আছে, তাদের (প্রবাসীরা) রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বেশ ফি দিতে হয়। ফি আমরা কমিয়ে দেব। সামনের মাসেই এটা কমিয়ে দেওয়া হবে। সামান্য একটা নামমাত্র ফি হবে। যদি তাতে পরিস্থিতির কিছু উন্নতি হয়, যোগ করেন অর্থমন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, গত ৬ বছরের মধ্যে এবছর কম রেমিটেন্স এসেছে। আর গত বছরের তুলনায় কমেছে ১৪.৪৬ শতাংশ।

Exit mobile version