Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রেষ্টুরেন্টে কাস্টমারদের দেয়া টিপসের অর্থ স্টাফদের পাওয়া উচিত-সাজিদ জাভিদ

আমিনুল হক ওয়েছ: রেষ্টুরেন্টে কাস্টমারদের দেয়া টিপসের অর্থ স্টাফদের পাওয়া উচিত। তা নিশ্চিত করতে একটি আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন বিজনেস সেক্রেটারী সাজিদ জাভিদ। প্রস্তাবিত আইনটি বর্তমানে কনসালটেশন প্রক্রিয়ায় আছে।

নতুন আইনের মাধ্যমে টিপসের সমুদয় অর্থ স্টাফকে দিতে ও টিপস দেয়া বাধ্যতামূলক নয় কাস্টমারদের তা জানাতে এবং টিপসের অর্থ থেকে এডমিন কস্ট কেটে না রাখতে নিশ্চিত করতে চায় সরকার। বৃটেনে প্রায় দেড়শো হাজার হোটেল পাব এবং রেস্টুরেন্টে প্রায় ২ মিলিয়ন স্টাফ কাজ করেন। কাস্টমাররা স্টাফদের জন্যে টিপস রেখে গেলেও তা থেকে ১০ শতাংশ বা ৮ শতাংশ করে এডমিন কস্ট কেটে রাখে কোনো কোনো রেষ্টুরেন্ট। টিপসের অর্থ সুরক্ষার প্রস্তাবিত আইনের উপর ২৭শে জুন পর্যন্ত কনসালটেশন চলবে।

Exit mobile version