Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ায় সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার
মায়ানমার থেকে পালিয়ে আসা ৬ জন রোহিঙ্গাকে অবৈধভাবে নাগরিকত্ব প্রদানের অভিযোগে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন জেলা প্রশাসন।
বিভিন্ন দৈনিক পত্রিকার সংবাদ দেখে ও অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম গতকাল শনিবার তদন্তপূর্বক একজনকে বাদাঘাট ইউপির দায়-দায়িত্ব প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালককে (ডিডি এলজি) নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,
‘রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি আমাদের নজরে এসেছে। এ নিয়ে বিভিন্ন পত্রিকার সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিডি এলজিকে নির্দেশ দেয়া হয়েছে। ’
জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান বলেন,‘জেলা প্রশাসকের নির্দেশে বাদাঘাট ইউপি চেয়ারম্যান কর্তৃক রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের অভিযোগের বিষয়ে আজই তদন্ত কাজ হবে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে তাহিরপুর বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই তপন কুমার দাস বাদাঘাট ইউপির গুটিলা গ্রাম থেকে ১২ রোহিঙ্গা আটক করেন। আটককৃত সবাই একই পরিবারের সদস্য। আটককৃত ওই রোহিঙ্গাদের কাছ থেকে বাদাঘাট ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের দেয়া ৫টি নাগরিকত্ব সনদ জব্দ করে পুলিশ। গত ১৭ জুলাই তারিখে ওই রোহিঙ্গাদের নাগরিকত্ব সনদ প্রদান করেন বাদাঘাট ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন। শুক্রবার ওই রোহিঙ্গা পরিবারকে কক্সবাজারে ফেরত পাঠিয়ে দেয় পুলিশ।

Exit mobile version