Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রোহিঙ্গা ইস্যুতে চরম সংকটেও দেশের বাইরে খালেদা: ওবায়দুল কাদের

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে দেশ এখন চরম সংকটে। ঠিক সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বসে আছেন। তিনি আসবেন বলে একের পর এক তারিখ দিচ্ছেন, কিন্তু আসছেন না।

মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে ইন্দ্রসেন দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অল্প সময়ের মধ্যে রোহিঙ্গাদের ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখা ও তাদের মানবিক আশ্রয় দেওয়ায় পুরো পৃথিবী শেখ হাসিনা সরকারের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু বিএনপিই একমাত্র দল, যারা সমালোচনা করে যাচ্ছে।

তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছুড়ছে বিএনপি। তারা রোহিঙ্গাদের ভাগ্য নিয়ে রাজনীতি করছে।

সেতুমন্ত্রী জানান, রোহিঙ্গাদের জন্য এখন অন্তত ১০ হাজার স্যানিটারি শৌচাগার প্রয়োজন। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এর আগে মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কক্সবাজার জেলা শাখা।

Exit mobile version