Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

রোহিঙ্গা প্রত্যাবাসনে এ সপ্তাহেই সমঝোতার আশা সু চির

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি বাংলাদেশের পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের ‘নিরাপদ ও স্বেচ্ছায় ফিরে যাওয়ার’ বিষয়ে এ সপ্তাহে একটি সমঝোতা হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন।

মঙ্গলবার এশিয়া-ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে মিয়ানমারের রাজধানী নাইপিদোতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সু চি এ আশাবাদ ব্যক্ত করেন।

মিয়ানমারের নেত্রী বলেন, আমরা ঠিক বলতে পারছি না রাখাইনে কী ঘটেছে। তবে আমরা অবশ্যই এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না। আর এজন্যই আমরা বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছি। আরও আলোচনা হবে।

তিনি বলেন, এ বিষয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। আমরা আশা করছি এ আলোচনা থেকেই একটি সমঝোতা স্মারকে পৌঁছাতে পারব আমরা; যাতে রোহিঙ্গাদের ‘নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন’ নিশ্চিত হবে।

তবে সু চি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে ১৯৯২ সালে করা চুক্তি মিয়ানমার অনুসরণ করবে। কেননা ওই চুক্তি দুই দেশের কাছেই গ্রহণযোগ্য এবং কার্যকর হয়েছিল।

সু চি এও বলেন, রাখাইনকে নিরাপদ রাখতে মিয়ানমান সর্বাত্মক করেছে।

তবে এ সমস্যার পূর্ণাঙ্গ সমাধানে সময়সাপেক্ষ বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এই নেত্রী ।
এর আগে সোমবার আসেম সম্মেলনের সাইডলাইনে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয়। এশিয়া ও ইউরোপের ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ের রাখাইনে সহিংসতা বন্ধ করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার তাগিদ দেন। সেই সঙ্গে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও জোর দেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ওই অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে রোহিঙ্গা সঙ্কট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন এবং সম্মেলনের ফাঁকে কয়েকটি ইউরোপীয় দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

চলতি বছরের অগাস্টের শেষ দিকে রাখাইনে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ এই অভিযানকে চিহ্নিত করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।

Exit mobile version