Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লঙ্কান অধিনায়ককে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব

স্পোর্টস ডেস্ক;:

দুর্দান্ত এক ডেলিভারিতে লঙ্কান অধিনায়ক দিমুখ করুনারত্নকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব আল হাসান। রাউন্ড দ্যা উইকেট থেকে বাঁহাতি এই ওপেনারকে বোল্ড করেন তিনি। ৮০ রানে সাজঘরে ফিরেছেন করুণারত্নে। সাকিব পেয়ে গেলেন নিজের দ্বিতীয় উইকেট।
৫৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ম্যাথুসের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা।
এর আগে দিনের খেলা শুরু হতেই দলকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই নাইটওয়াচম্যান রাজিথাকে বোল্ড করে সাজঘরের পথ দেখালেন। ১২ রানে ফিরলেন তিনি।
তৃতীয় দিনের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যেতে চান লিটন। পাশাপাশি প্রথম ইনিংসে লিডে চোখ রেখেই তৃতীয় দিনের খেলা শুরু করতে চান তিনি। লিটন বলেন, ‘এখনও শ্রীলঙ্কা অনেকটা পিছিয়ে আছে। আমরা কাল সকালে যদি এক-দুটি উইকেট নিতে পারি তো অনেরকখানি এগিয়ে থাকব। এখানে প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ। ওরা যদি আমাদের ক্লোজ হয় বা এগিয়ে যায় তাহলে আমরা ব্যাকফুটে পড়ে যাব। তো এই ইনিংসে যতখানি লিড নেয়া যায় সেই চেষ্টা থাকবে।’
Exit mobile version