Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনের নির্বাচনে জগন্নাথপুরের জয় জয়কার

যুক্তরাজ্যর সদ্য সমাপ্ত নির্বাচনে জগন্নাথপুর উপজেলার বাসিন্দাদের জয় জয়কার। তাদের জয় নিয়ে বাঙালি কমিউনিটিতে বইছে উচ্ছ্বাস। সেই সাথে বাংলাদেশে আনন্দের বন্যা বইছে। জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম এর
যুক্তরাজ্য প্রতিনিধি আমিনুল হক ওয়েছ জানাচ্ছেন বিজয়ীদের খবর।
সাবিয়া কামালী স্টাটপোর্ট থেকে কাউন্সিলর নির্বাচিত :

সাবিয়া কামালী লেবার পার্টি প্রার্থী হিসেবে লন্ডন বারা অব নিউ হামের স্টাটপোর্ট এরিয়া থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের বাসিন্দা।


সৈয়দা,সায়মা আহমেদ-


সৈয়দা সায়মা আহমেদ :
লন্ডনের রেডব্রীজ কাউন্সিলের নির্বাচনে বাঙালি নারী প্রার্থী আবারো বিজয়ী হয়েছেন সৈয়দা সায়মা আহমেদ। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।


শাকিলা বেগম হোসেন কাউন্সিলর নির্বাচিত :
যুক্তরাজ্যের ওয়ালসাল কাউন্সিলের পালফ্রি ওয়ার্ড থেকে লেবারপার্টির মনোনয়নে প্রথম বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সলিসিটর শাকিলা বেগম হোসেন ।
তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহাব উদ্দিনের মেয়ে সলিসিটর শাকিলা বেগম হোসেন। তাহার দাদা
মরহুম হাজী রফিক উল্লাহ জগদীশপুর গ্রামের শালীশি ব্যাক্তিত্ব ছিলেন।


তৃতীয়বার হ্যাট্রিক বিজয়ী কাউন্সিলার সৈয়দ আলী আহমেদ |সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের সুসন্তান |আমরা আনন্দিত উচ্ছসিত তোমার সফলতায় |


সায়কুল ইসলাম অশেষ – জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।

Exit mobile version