Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে ইউকে-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের সাথে আইনজীবি ভাষা রেহনুমার মতবিনিময়

আমিনুল হক ওয়েছ : লন্ডনে ইউকে-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বিলেত প্রবাসী বাঙালিদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য সফররত এডভোকেট কনিজ রেহনুমা রব্বানী (ভাষা রেহনুমা)। সুনামগঞ্জের উন্নয়ন, অগ্রগতি ও শিক্ষা নিয়ে আলোচনা করেন ভাষা রেহনুমা।তিনি বলেন, সুনামগঞ্জে সম্পদের প্রাচুর্য থাকার পরও দেশের অন্য যে কোনো জেলার চেয়ে শিক্ষায় পিছিয়ে রয়েছে। কারণ বর্ষার সময়, ছয় মাস হাওর এলাকা পানিতে ভরপুর থাকায় হাওরের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য শিক্ষার ভালো ব্যবস্থা এখনো নিশ্চিত করা যায়নি, তাই সুনামগঞ্জের শিক্ষার উন্নয়নে হাওর এলাকাসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে প্রকৃত শিক্ষা ও উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। ভাষা রেহনুমা বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে। দেশ এখন ডিজিটালের পথে। বাংলাদেশে আজ ইন্টারনেট ব্যবহার বেড়েছে। গ্রামে-গঞ্জে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে। ইউকে-বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জুবায়ের আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার খালিস উদ্দিন । সাংবাদিক সারওয়ার কবির-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আহমদ মাষ্টার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী , যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র মতিনুজ্জামান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার রিচেল সান্ডার্স, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, এলজিআরডি মন্ত্রনালয়ের সহকারী সচিব খন্দকার মোদাসসির বিন আলী। বক্তারা বলেন, ভাষা রেহনুমা সুনমাগঞ্জের আওয়ামী পরিবারের সন্তান। প্রয়াত আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য শামসুন্নাহার রব্বানীর সুযোগ্য কন্যা তিনি। ভাষা রেহনুমা ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির নির্বাচিত সমাজ কল্যাণ সম্পাদক, সুনামগজ্ঞ শিক্ষা কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি। তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত দীঘদিন ধরে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসনে আরা মতিন, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার এনামুল হক, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসর খান সাদেক, শ্রমিকলীগের আহবায়ক শামীম আহমদ,যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনি, আইনজীবি মাহরুন আহমদ মালা,ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক.যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য নজরুল ইসলাম অকিব, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, লন্ডন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনিসুর রহমান আনিস, মানবাধিকার বিষয়কত সম্পাদক শায়েক আহমদ, আন্তজাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসাইন, সাংবাদিক শাহ বেলাল আহমদ ,ওয়েষ্ট লন্ডন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক আঙ্গুর আলী, তাঁতী লীগের যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, আওয়ামী লীগ নেতা মজুমদার মিয়া, গোলাব আলী, বাবলূ মিয়া, শ্রমিকলীগ নেতা সাজন মিয়া, নারীনেত্রী নাসরিন চৌধুরী, যুক্তরাজ্য তরুনলীগের সহ সভাপতি সেবুল মিয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ প্রমূখ।

Exit mobile version