Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে জগন্নাথপুরের এক সম্ভাবনাময় তরুণ

স্টাফ রিপোর্টার-যুক্তরাজ্যে করোনায় মারা গেলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক তরুণ। তিনি গত বছর যুক্তরাজ্যর একটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়া শেষ করেছেন। সম্ভাবণাময় তরুণের মৃত্যুতে দেশে থাকা আত্বীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
স্বজনরা জানান,যুক্তরাজ্যর স্টক অন ট্রেন্ট শহরে বসবাসকারী জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস শহীদের ছেলে সজীব আহমদ (২৮) মঙ্গলবার রাতে যুক্তরাজ্য সময় রাত আটটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১০ দিন ধরে যুক্তরাজ্যের স্হানীয় একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
গ্রামে থাকা তরুনের মামাতো ভাই অনি আহমেদ নিলু জানান, তিন ভাই এক বোনের মধ্যে সজীব আহমদ সবার বড় ছিল। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে পরিবারের লোকজন তাকে নিয়ে অনেক আশা আকাঙ্খায় ছিল। গত বছর আইন বিষয়ে ব্যারিষ্টারি পড়াশেষ করেন। করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার তিনি মৃত্যু বরণ করলে যুক্তরাজ্য ও জগন্নাথপুরে থাকা আত্বীয় স্বজনদের স্বপ্ন শেষ হয়ে যায়।
যুক্তরাজ্যে বসবাসকারী বাংলা মিরর পত্রিকার সম্পাদক আব্দুল করিম গণি জানান,যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ। অনেক বাঙালি আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন। তারমধ্যে অনেক সম্ভাবনাময় মানুষ রয়েছেন।

Exit mobile version