Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে দুই নারীর মারামারি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লন্ডনের শেফিল্ড। সেখানে বৃহস্পতিবার রাতে অকস্মাৎ রাজপথে মারামারি বাধিয়ে দিলেন দুই নারী। শেফিল্ডের মিডোহালে একটি ও-টু স্টোরের বাইরে এ ঘটনা যখন ঘটে তখন তার ভিডিও ধারণ করেন ওই শপিং সেন্টারের উপরতলা থেকে কেউ একজন। এরপর সেই ভিডিও ছেড়ে দেয়া হয় ফেসবুকে। সঙ্গে সঙ্গে তা লুফে নিয়েছে ফেসবুক ব্যবহারকারীরা। কমপক্ষে ৩৫ হাজার বার দেখা হয়েছে এই ভিডিও। ফলে ভাইরাল হয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে তা। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, যখন দুই নারী এমন মারামারিতে লিপ্ত হলেন তখন তাদেরকে ঠেকানোর কেউ ছিল না। একজন আরেকজনের নেকাব ছিলে ফেলেন। আর্তনাদ শোনা যায়। প্রায় দুই মিনিট স্থায়ী হয় এই মারামারি। এক পর্যায়ে দেখা যায় এক নারী আরেক নারীর মুখে ঘুষি মারছেন। চুল ধরে রাস্তায় টেনে নিচ্ছেন একজন আরেকজনকে। আর তা পাশে দাঁড়িয়ে দেখছে তাদের সন্তানরা। তাদের চোখেমুখে হতাশা, আতঙ্ক। এ সময় কেনাকাটা করতে যাওয়া লোকজন তাদের বিবাদ মিটানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হামলাকারী এক নারী আরেকজনের দিকে তেড়ে যান। তার চুল টেনে ধরেন। এরপর তাদের এক বন্ধু আলাদা করে দেন তাদেরকে। শপিং সেন্টারের সামনে যখন এই অবস্থা তখন সেখানে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। এ বিষয়ে অ্যালিসিয়া লাভলি নামে একজন ফেসবুকে লিখেছেন, নিরাপত্তা কোথায়? সিরিয়াসলি? বৃটেনে এখন সবই ঘটছে। আমরা রয়েছে ক্রিটিক্যাল সন্ত্রাসী হামলার এলার্টে। মিডোহাল হলো এমন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর অন্যতম। কিন্তু সেখানে এমন একটি ঘটনা ঘটে যাওয়ার পরও কোনো নিরাপত্তা রক্ষীর দেখা মিলল না? র‌্যাচেল রেভিট নামে একজন মন্তব্য করেছেন- আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। কিন্তু কোনো নিরাপত্তারক্ষী দেখতে পাই নি। সাম্প্রতিক ঘটনাগুলোর পর আমি এখন নিজেকে কম নিরাপদ মনে করছি।

Exit mobile version