Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে বাংলাদেশি হত্যায় একজন দোষী সাব্যস্ত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::লন্ডনের সেভেন সিস্টার্স রোডের ফিন্সবুরি পার্ক মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে ভ্যান গাড়ি উঠিয়ে বাংলাদেশিকে হত্যায় একজন দোষী সাব্যস্ত হয়েছেন।

লন্ডনে মসজিদের সামনে ভিড়ের ওপর ভ্যান, একজনের মৃত্যু

উলউইচ ক্রাউন কোর্টের বিচারক শুক্রবার ড্যারেন ওসবোর্ন (৪৮) নামের কার্ডিফের ওই বাসিন্দার শাস্তি ঘোষণা করবেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগও প্রমাণিত হয়েছে।

গত বছর ১৯ জানুয়ারি মধ্যরাতে ফিন্সবুরি পার্ক মসজিদে নামাজ শেষে মুসল্লিরা বেরিয়ে আসার সময় তাদের ওপর ওই ভ্যান উঠিয়ে দেন ওসবোর্ন। তাতে মকরম আলী (৫১) নামে এক বাংলাদেশি নিহত হন। আহত হয়েছিলেন আরও নয়জন।

প্রসিকিউটররা বলছেন, ওই ঘটনা স্পষ্টত সন্ত্রাসী হামলা ছিল।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের সুয়ে হেমিং বলেন, “মুসলিম বিদ্বেষ থেকে ড্যারেন ওসবোর্ন পরিকল্পিত ওই হামলা চালান। এখন অবশ্যই তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে।”

লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ডিন হেডন বলেন, “ওসবোর্নের কাপুরুষোচিত কাজের ফলে শোচনীয়ভাবে একটি পরিবার একজন স্বামী, বাবা ও দাদাকে হারিয়েছে।”

আহতদের অনেকে সারা জীবনের জন্য সমস্যায় পতিত হয়েছেন বলে জানান তিনি।

Exit mobile version