Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে বাংলা মিরর কার্যালয় পরিদর্শনে অর্থ প্রতিমন্ত্রী- প্রবাসীরা দেশের অংশ, দেশেই বিনিয়োগ করুন

স্টাফ রিপোর্টার:: বিশ্ব মন্দার সময়েও দেশের অর্থনীতির উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীরা এখন চাইলে নিশ্চিন্তে দেশে বিনিয়োগ করতে পারছেন।শনিবার লন্ডন সময় বিকালে লন্ডনে বৃটিশ বাংলাদেশীদের একমাত্র ইংরেজী সংবাদপত্র ‘উইকলি বাংলা মিরর’ এর কার্যালয় পরিদর্শনে এসে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বাংলা মিরর কার্যালয়ে এসে পৌঁছলে সম্পাদক আব্দুল করিম গণি তাঁকে স্বাগত জানান। তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স প্রবাহের কারণেই বাংলাদেশের অর্থনীতিতে বিশ্ব মন্দার প্রভাব তেমন একটা অনুভূত হয়নি। এ সাফল্যের মূল কৃতিত্বের দাবিদার প্রবাসী বাংলাদেশিরা। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশের সম্পদ। তাদের হাত ধরেই পুরো বিশ্বে বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ড. রব উদ্দিন, এস এম জুবায়ের, ইউসুফ মিয়া, ইউকেবিডিনিউজ সম্পাদক সোয়েব কবীর, তানভীর হাসান, চ্যানেল আই ইউরোপের মোঃ কাওসার প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। প্রবাসীদের বিনিয়োগ এখন সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। প্রবাসীরা ইচ্ছা করলেই ব্যবসার মুনাফা এখন প্রবাসে নিয়ে আসতে পারেন। শুধু তাই নয়, প্রবাসীদের বিনিয়োগকৃত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বৃহত্তর সিলেটের সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে। জগন্নাথপুরের রাণীগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরি চলাচল শুরু হয়েছে। যার ফলে সুনামগঞ্জের সাথে ঢাকার সড়কপথে দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে গেছে। তাছাড়া, ১৪০ কোটি টাকা ব্যায়ে এই নদীর উপর ব্রিজের নির্মাণ কাজ আগামী জানুয়ারীতে শুরু হচ্ছে, যা আগামী তিন বছরের মধ্যেই শেষ হবে।

এদিকে, সৈয়দপুর-গোয়ালবাজার এলজিইডি সড়ক হতে উলুকান্দি হয়ে শিবগঞ্জ বাজার পর্যন্ত সড়ক (রোড আইডি – ৬৯০৪৭৫০৭০) এর সংষ্কার কাজ নিয়ে বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গণি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাৎক্ষণিক জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবীরকে মোবাইলে এই প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার নির্দেশ দেন। কার্যালয় পরিদর্শনের সময় বাংলা মিরর সম্পাদক অাব্দুল করিম গণি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম মান্নানের হাতে বাংলা মিরর ও ব্রিটিশ বাংলাদেশী হুজহু-২০১৫ এর সংখ্যা তুলে দেন।

Exit mobile version