Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে ৬ মাস বা তার বেশি সময়ের জন্য ভিসার আবেদন করলে সারচার্জ দিতে হবে

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::লন্ডনে ৬ মাস বা তার বেশি সময়ের জন্য ভিসার আবেদন করলে অতিরিক্ত স্বাস্থ্যসেবা সারচার্জ দিতে হবে আবেদনকারীকে। ইউরেরাপীয় ইউনিয়নের বাইরের যে কোন দেশের নাগরিকেরা এ সারচার্জের আওতায় পড়বেন। রোববার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।শিক্ষার্থীদের জন্য এ সারচার্জের পরিমাণ ১৫০ ইউরো এবং অন্য সব ধরনের ভিসার আবেদনের ক্ষেত্রে ২০০ ইউরো। তবে ছয় মাসের কম সময়ের জন্য ভিসার আবেদনে এ সারচার্জ প্রযোজ্য হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশি ভিসা প্রার্থীরা অনলাইনে সারচার্জ দিতে ব্যর্থ হলে ভিসা ফির সঙ্গেই অতিরিক্ত সারচার্জ জমা দেবেন। স্বাস্থ্যসেবা সারচার্জ দেওয়ার মাধ্যমে ছয় মাস বা তার বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানকারীরা দেশটির জাতীয় স্বাস্থ্য সেবার আওতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।যুক্তরাজ্যের অভিবাসন ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ারের করাত দিয়ে বিজ্ঞপ্তিতে বরা হয়, বৃটিশ নাগরিকরা জাতীয় স্বাস্থ্য সেবা সুবিধা পাওয়ার জন্য নিয়মিতভাবে কর দিয়ে থাকেন। এখন থেকে ছয় মাসের বেশি সময়ের জন্য যুক্তরাজ্যে অবস্থানের ক্ষেত্রে অভিবাসীদেরও একই ধরনের কর নেওয়া হবে। এর মাধ্যমে স্বল্প মেয়াদের অভিবাসীরাও যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা এবং অর্থনীতিতে অবদান রাখবেন। এসিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যগমনকারীদের ব্যায়ভার বেড়ে যাবে।

Exit mobile version