Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডনে Isle of wight এ পরিকল্পনামন্ত্রীর সম্মানে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত

যুক্তরাজ্য প্রতিনিধি – পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার প্রবাসীদের বিষয়ে আন্তরিক। প্রবাসীরা দেশে এলে যাতে হয়রানি না হয় সন্মানের সহিত চলাফেরা করতে পারে আমরা গুরুত্ব দিয়ে তা দেখি।তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবাসীরা নিবিঘ্নে বিনিয়োগ করতে পারবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে যার অংশিদার আপনারা প্রবাসীরা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গতকাল লন্ডনের Isle of Wight রেস্টুরেন্টে রাত আটটায় তাঁর সন্মানে আয়োজিত আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। সভায়
পরিকল্পনা মন্ত্রীর সুযোগ্য পুত্র সাহদাত মান্নান অভি, যুক্তরাজ্য কমিটি নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আশিক,যুক্তরাজ্য কমিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রশিক, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও সালিশি ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম, আশারকান্দি ইউনিয়নের বাসিন্দা সাবেক ছাত্র লীগ নেতা আব্দুল হামিদ,যুক্তরাজ্য প্রবাসী আবিদ ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল আবিদ,
সাবেক ছাএলীগ নেতা ওসমানি নগর উপজেলা বাসিন্দা সাইদুর রহমান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন, শিক্ষানুরাগী মাহতাবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক আব্দুল হামিদ জানান,পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জে উন্নয়নে বিশেষ অবদান রাখছেন। তাই তাঁর সন্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Exit mobile version