Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লন্ডন গেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান

স্টাফ রিপোর্টার :: জাতিসংঘ আয়োজিত ‘পরিবার-পরিকল্পনা ২০২০-উদ্যোগ’ সম্মেলনে যোগ দিতে লন্ডন গেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। ৯ জুলাই থেকে ১২ জুলাই লন্ডনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। লন্ডনে অবস্থানকালে প্রতিমন্ত্রী লন্ডনের ওয়েস্ট মিনিস্টার পার্ক প্লাজা হোটেলে অবস্থান করবেন।
‘পরিবার-পরিকল্পনা ২০২০-উদ্যোগ’ সম্মেলনের লক্ষ্য হচ্ছে, ১২ কোটি অতিরিক্ত নারীকে ২০২০ সালের মধ্যে স্বতঃপ্রবৃত্তভাবে পরিবার-পরিকল্পনার আওতায় নিয়ে আসা। এছাড়াও সক্ষম দম্পতিদের পরিবার-পরিকল্পনার পদ্ধতি গ্রহণের জন্য প্রচার ও প্রসার, লিঙ্গবৈষম্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, মা ও শিশুস্বাস্থ্য
সংরক্ষণ এবং মানবাধিকার প্রতিষ্ঠা বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের সঙ্গে এই সম্মেলনটি সম্পৃক্ত হয়েছে।
সম্মেলন শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান চিকিৎসার জন্য ২০ জুলাই পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। আগামী ২২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

Exit mobile version