Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছে খাদিজা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের। এবার লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাস নিতে পারছেন খাদিজা।

বৃহস্পতিবার দুপুরের দিকে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নার্গিসকে ২৪ ঘণ্টা লাইফসাপোর্ট ছাড়া পর্যবেক্ষণে রাখা হবে। ২৪ ঘণ্টার মধ্যে তারা শারীরিক অবস্থা কী হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

ওই চিকিৎসকের মতে খাদিজার শারীরিক অবস্থা আশানুরূপ উন্নতি হচ্ছে। তাঁর বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়েছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা শেষে ফেরার সময় কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত হন সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বদরুল আলম।

Exit mobile version