Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লিটন-মুশফিকের ব্যাটে শতরান ছাড়িয়ে বাংলাদেশ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মিরপুরে বাংলাদেশের ব্যাটারদের এলোমেলো করে দিয়েছে লঙ্কান বোলাররা। বিপর্যয় নেমে আসে টাইগার ব্যাটিং লাইনআপে। দিনের দ্বিতীয় বলে থেকেই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখে মুমিনুল দকের দল।

দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর মুমিনুল হক (৯ বলে ৯), নাজমুল হোসেন শান্ত (২১ বলে ৮) ও সাকিব আল হাসান কোন রান না করেই ফিরে যান।
সব মিলিয়ে প্রথম সেশন পুরোটাই শ্রীলঙ্কার। দ্বিতীয় ঘণ্টায় স্বাগতিকরা প্রতিরোধ পেয়েছে লিটন ও মুশফিকের ব্যাটে। দলের রান যখন ৯৭, লিটন ৪৩ রানে ব্যাটিং করছিলেন। প্রবীন জয়াবিক্রমার শর্ট বল পেছনের পায়ে ভর করে কাট করলেন লিটন। ডিপ কভার দিয়ে বল চলে যায় সীমানায়। ওই চারে বাংলাদেশের রান পৌঁছে যায় একশ রানে।

৩৬ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের রান হয় ১০৩।

Exit mobile version