Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লিটল ম্যাগ বর্ণরেখা’ চতুর্থ সংখ্যার জন্য লেখা আহ্বান

বড় কাগজের লেখক বনাম ছোট কাগজের লেখকের পরিচয় সেখান থেকেই বিভক্ত হয়েছে কালে কালে। অথচ সাহিত্যচর্চার মূল ক্ষেত্রটি হচ্ছে- সাহিত্যের কাগজ।লিটল ম্যগাজিন নামেই যা সমধিক পরিচিত।
 
সাহিত্যের বিবর্তন এবং বিনির্মাণে ছোটকাগজগুলো একটি বিশেষ ভূমিকা রেখে আসছে।

বলা যায়, তিরিশের দশক থেকেই সাহিত্যপত্রগুলো মুক্তবুদ্ধির চর্চা ও বিকাশে সাহিত্যের বিশালতা বাড়িয়েছে নান্দনিকভাবে। দুই বাংলায় বিভিন্ন সময়ে সাহিত্যপত্রগুলো গড়ে তুলেছে আলোচক ও লেখকগোষ্ঠী। যেসব লেখক একসময় নিয়মিত ছোটকাগজে লিখেছেন, তারাই পরবর্তী সময়ে বাংলাভাষার প্রধান কবি-লেখকে ভূষিত হয়েছেন পাঠক-বিবেচনায়।

তারই ধারাবাহিকতায় এই বিশেষ সংখ্যা সময়ের আলোচিত লিটল ম্যাগ ‘বর্ণরেখা’ চতুর্থ সংখ্যা প্রকাশ হচ্ছে,নবীন ও প্রবীন লেখক – লেখিকাদের শুধু কবিতা ডাকযোগে অথবা মেইল পাঠাতে পারেন।

যোগাযোগ
সম্পাদক ‘বর্ণরেখা’
রেজুওয়ান কোরেশী
গ্রামঃ সৈয়দপুর হাড়িকোনা
ডাকঘরঃ সৈয়দপুর- ৩০৬১
জগন্নাথপুর,সুনামগঞ্জ
ই – মেইলঃ rajuanqureshi5@gmail.com
মোবাইলঃ ±৮৮০১৩১৬-৪৪৬৪৩৬

Exit mobile version