Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লিবিয়ায় জিম্মি চারজনকে মুক্তি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা শরিয়তপুরের নড়িয়া থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য সুমন ছৈয়াল (৩১) নামের একজনকে আটকের পর লিবিয়ায় জিম্মি মাদারীপুরের চারজনকে মুক্তি দেওয়া হয়েছে।

মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে জুয়েল শেখ (২৪) ও একই গ্রামের ইদ্রিস মাতব্বরের ছেলে দাদন মাতব্বর, পশ্চিম স্বরমঙ্গল গ্রামের জামাল বেপারীর ছেলে জুয়েল বেপারী (২৫) ও সংকরদী গ্রামের লোকমান বেপারীর ছেলে ইমন বেপারীকে (২৮) মুক্তি দিয়েছে চক্রটি। চারজনের পরিবার তাদের মুক্তির বিয়য়টি নিশ্চিত করেছেন বলে দাবি করেছেন মাদারীপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার রাতে শরিয়তপুরের নড়িয়া উপজেলার পশ্চিম লোনসিং গ্রামের আব্দুল হামিদ ছৈয়ালের ছেলে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য সুমন ছৈয়ালকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ লাখ ২৮ হাজার টাকা, তিন হাজার ইউরো, ২৯টি মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল কম্পানির ৫৯টি সিমকার্ডসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর লিবিয়ায় জিম্মি মাদারীপুরের চারজনকে মুক্তি দেওয়া হয়েছে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান জানান, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে চারজনকে মুক্তি দেওয়া হয়। মাদারীপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান জানান, দীর্ঘদিন ধরে লিবিয়ায় কর্মরত বেশ কিছু শ্রমিককে জিম্মি করে তাদের আত্মীয়-স্বজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছে এ চক্রটি। মুক্তিপণ না দিলে লিবিয়ায় বসে আটককৃতদের জিম্মি করে অত্যাচার ও নির্যাতন করে ভিডিও’র মাধ্যমে তাদের পরিবারকে দেখানো হতো।

মেজর মো. রাকিবউজ্জামান আরো বলেন, “লিবিয়ার বন্দিশালার নেতৃত্ব দেন সুমনের বড় ভাই সুজন ছৈয়াল (৪৫)। তাকে লিবিয়ার দূতাবাসের মাধ্যমে ধরার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া একটি মোবাইল নাম্বারে একসঙ্গে অনেক টাকা বিকাশের মাধ্যমে লেনদেন করা সম্ভব না হওয়ায় একাধিক সিমকার্ড ব্যবহার করত সুমন। ”

Exit mobile version