Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লিবিয়ায় নৌকা ডুবে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২৫

লিবিয়ার পশ্চিম উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় নিখোঁজ হয়েছেন অন্তত ২৫ জন। খবর রয়টার্সের।

লিবিয়ার কোস্টগার্ডের এক মুখপাত্র রোববার এ খবর জানিয়েছেন।

কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাশেম জানান, লিবীয় কোস্টগার্ডের টহলবোট ওই উপকূলের কারাবুলি শহর থেকে প্রায় ১৪ মাইল দূরে ৭৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত একটি রাবারের ডিঙ্গি পাওয়া গেছে। অবৈধ অভিবাসন প্রত্যাশীরা এটি ধরে ভেসে ছিল। সেখান থেকে এক নারী ও একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪০ জন পুরুষ, ২৫ জন নারী ও আটটি শিশু রয়েছে। এরা সুদান, কেনিয়া, আইভরি কোস্ট ও নাইজেরিয়ার নাগরিক।

জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যানুযায়ী, গত বছর দুই হাজার ২৯৭ জন অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় সৃষ্ট অস্থিতিশীল পরিস্থির সুযোগ নিচ্ছে মানবপাচারকারীরা। লিবিয়ার পশ্চিম উপকূলকে ইউরোপে মানবপাচারের প্রধান রুটে পরিণত করেছে তারা।

Exit mobile version