Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লুটনে সিওয়াইসিডি ‘র উদ্যােগে মাতৃভাষা দিবসে শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত

আমিনুল হক ওয়েছ, যুক্তরাজ্য থেকে :

যুক্তরাজ্যের লুটনে সিওয়াইসিডি ‘ র ( সেন্টার ফর ইউথ এন্ড কমিউনিটি ডেভলপমেন্ট ) উদ্দোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে।
লুটনে বসবাসকারী বাঙালি ও অন্য ভাষাভাষি লোকজনও বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্বা জানাতে শহীদ মিনারে ফুল নিয়ে অংশ গ্রহন করে শ্রদ্বান্জলি জ্ঞাপন করেন । এতে কমিউনিটি ব্যক্তিত্ব , যুবক তরুনদের পাশাপাশি শিশুদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সিওয়াইসিডির আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা , মহান ভাষাদিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এ অনুষ্ঠানে অর্গনাইজে ছিলেন- কমিউনিটি ব্যক্তিত্ব ফজিলত আলী খান, সাবেক শিক্ষক ও সংস্কৃতিকর্মী শাহ আবু নাছের সাজন ও শাহানারা বেগম ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- লুটন কাউন্সিলের সাবেক মেয়র তাহের খান ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের চিত্রান্কন প্রতিযোগিতায় দুটি বিভাগে অনুষ্ঠিত এজ সিক্স টু টেন গ্রুফে প্রথম বিজয়ি হয়েছেন-
আজরান শেখ,
২য় বিজয়ি শাহিদা ইসলাম
ও ৩য় বিজয়ি হলেন রাফিদা তানহা।
অন্য গ্রুফ এজ ইলিভেন টু ফিফটিন গ্রুফে বিজয় প্রথম হলেন – কিমবারলি খান,
২য় কাজী এম উমিদ
ও ৩য় হয়েছেন মারিয়া নাসের। এ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
আমিনুল হক ওয়েছ :

যুক্তরাজ্যের লুটনে সিওয়াইসিডি ‘ র ( সেন্টার ফর ইউথ এন্ড কমিউনিটি ডেভলপমেন্ট ) উদ্দোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে।
লুটনে বসবাসকারী বাঙালি ও অন্য ভাষাভাষি লোকজনও বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্বা জানাতে শহীদ মিনারে ফুল নিয়ে অংশ গ্রহন করে শ্রদ্বান্জলি জ্ঞাপন করেন । এতে কমিউনিটি ব্যক্তিত্ব , যুবক তরুনদের পাশাপাশি শিশুদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সিওয়াইসিডির আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা , মহান ভাষাদিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এ অনুষ্ঠানে অর্গনাইজে ছিলেন- কমিউনিটি ব্যক্তিত্ব ফজিলত আলী খান, সাবেক শিক্ষক ও সংস্কৃতিকর্মী শাহ আবু নাছের সাজন ও শাহানারা বেগম ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- লুটন কাউন্সিলের সাবেক মেয়র তাহের খান ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের চিত্রান্কন প্রতিযোগিতায় দুটি বিভাগে অনুষ্ঠিত এজ সিক্স টু টেন গ্রুফে প্রথম বিজয়ি হয়েছেন- আজরান শেখ,
২য় বিজয়ি শাহিদা ইসলাম
ও ৩য় বিজয়ি হলেন রাফিদা তানহা।
অন্য গ্রুফ এজ ইলিভেন টু ফিফটিন গ্রুফে বিজয় প্রথম হলেন – কিমবারলি খান,
২য় কাজী এম উমিদ
ও ৩য় হয়েছেন মারিয়া নাসের। এ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version