Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে হামলা আহত ৩

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: নিহত লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজনকে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, ব্লগার তারেক রহিম ও সুদীপ কুমার ওরফে রনদীপক বসু ঘোষ।
মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্বৃত্তরা কুপিয়ে অফিস কক্ষে তালা লাগিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে প্রবেশ করে ভেতরে থাকা ব্যক্তিদের উদ্ধার করে ।
হামলার সময় গুলির শব্দ পাওয়ার কথাও জানিয়েছেন ওই ভবনের বাসিন্দারা। বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ‘অবিশ্বাসের দর্শন’সহ কয়েকটি বই বের করেছে শুদ্ধস্বর।
গত ফেব্রুয়ারিতে অভিজিৎ নিহত হওয়ার পর ফেইসবুকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে টুটুল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

Exit mobile version