Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শপথ নিতে প্রস্তুত জগন্নাথপুরের নবনির্বাচিত ছয় চেয়ারম্যান,দেশে ফিরেছেন সেই চারজন

স্টাফ রিপোর্টার:: প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচিত যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যানরা মঙ্গলবার শপথ নিবেন।সুনামগঞ্জ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম শপথ বাক্ত্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লুৎফুর রহমান। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে জগন্নাথপুরের ছয় ইউনিয়ন চেয়ারম্যানরাই প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যে নির্বাচিত ছয় প্রবাসী চেয়ারম্যানের চারজন যুক্তরাজ্য সফরে চলে গেলও শপথের গ্রহনের জন্য তারা দেশে ফিরেছেন বলে জানা গেছে। শপখে অংশ নেয়া ইউপি চেয়ারম্যানরা হলেন, ১নং কলকলিয়া ইউনিয়নের আলহাজ্ব আব্দুল হাশিম,২নং পাটলী ইউনিয়নে সিরাজুল হক,৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আরশ মিয়া, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে তৈয়ব মিয়া, ৮নং আশারকান্দি ইউনিয়নে শাহ আবু ঈমানী ও ৯নং পাইলগাঁও ইউনিয়নে মখলিছুর রহমান শপথ নিবেন। ইতিমধ্যে নবনির্বাচিত চেয়ারম্যান কলকলিয়া ইউনিয়নের আব্দুল হাশিম,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের আরশ মিয়া, আশারকান্দি ইউনিয়নের শাহ আবু ঈমানী,পাইলগাঁও ইউনিয়নের মখলিছুর রহমান লন্ডন থেকে দেশে ফিরেছেন। উল্লেখ্য গত ২৮ মে পঞ্চমধাপে অনুষ্ঠিত ছয়টি ইউনিয়নেই ছয়জন যুক্তরাজ্য প্রবাসী লন্ডনী চেয়ারম্যান নির্বাচিত হন। তন্মেধ্যে পাটলী ইউনিয়নে সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আরশ মিয়া বর্তমান চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো ও কলকলিয়া ইউনিয়নে আব্দুল হাশিম ও আশারকান্দি ইউনিয়নে শাহ আবু ঈমানী সাবেক চেয়ারম্যন হিসেবে দ্বিতীয়বারের মতো্ নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহনের পর নতুন পরিষদের যাত্রা শুরু হবে। উল্রেখ্য জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে মীরপুর ইউনিয়নে মামলা সংক্রান্ত জটিলতায় নির্বাচন হচ্ছে না। রানীগঞ্জ ইউনিয়নে ষষ্টধাপে নির্বাচন হওয়ায় গেজেটে প্রকাশের অপেক্ষায় রয়েছে।

Exit mobile version