Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শবে বরাতের রাতে ইয়াবা সেবন নিয়ে সংঘর্ষ, আহত ১০

জগন্নাথপুর২৪ ডেস্ক::শবে বরাতের রাতে ইয়াবা সেবনের প্রতিবাদ করায় রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১টার দিকে উখিয়ার থাইংখালী তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ গ্রামবাসী আহত হয়েছেন।

আহতদের উখিয়ার বিভিন্ন হাসসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুরউদ্দিন চৌধুরী জানান, থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের পাশে রাতে কিছু রোহিঙ্গা ইয়াবা সেবন করছিল। এ সময় স্থানীয় কয়েকজন শবে বরাতের রাত হওয়ায় রোহিঙ্গাদের ইয়াবা সেবনে বাধা দেয়। এ সময় রোহিঙ্গারা সংঘবদ্ধ হয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

পরে পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, রোহিঙ্গা ও এলাকাবাসীর সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ প্রতিদিন

 

 

Exit mobile version