Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শব্দের রুটি ||আব্দুল মতিন

শব্দের রুটি ||আব্দুল মতিন 
 
আগুনে পুড়া শব্দের রুটি  নিয়ে বসে আছি, মলাটে বাঁধবো বলে।
প্রথম প্রেমের আনন্দ আর এক জীবনের প্রান্তরের  প্রচ্ছদ এঁকে দিবে কেউ।

কাঁঠাল পাকা গন্ধে যদি পাঠ শুনো সন্ধ্যাকাশের বুকে ; তুমি চলে এসো,নিস্তব্ধ আকাশে কাটাবো মেগচিলের ডানায়।

নিযুত ঢেউয়ের চোখে পাঠ করবো কোটি বছরের ইতিহাসের বিচ্ছেদ।

বৃষ্টির গন্ধে পাহাড় জেগে উঠলে এই জীবনে আবার হবো বৃক্ষ। তুমি আর আমি কার্বনের পৃথিবীতে ছড়াবো অক্সিজেন।

ক্লান্ত সভ্যতায় হারিয়ে যাওয়া সবুজ পাতি হাঁসের শব্দে জাগিয়ে তুলবো পুঁড়ে যাওয়া আমাজন।

 
পুুঁড়িয়ে ফেলা পৃথিবীর ফুসফুসের জন্য রোপণ করবো কবিতার বীজ ;একদিন জন্ম নিবে উত্তাল প্রতিবাদ।
Exit mobile version