স্টাফ রিপোর্টার- শমসের নগর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জগন্নাথপুর একাদশ জয়লাভ করেছে। সোমবার শমসের নগর উপজেলা সদর মাঠে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে দয়ামীর একাদশ ওসমানী নগরকে ৫-৩ গোলে পরাজিত করে জগন্নাথপুর ফুটবল একাদল জয়লাভ করে বলে জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান। মাহবুব জানান, নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় পরে ট্রাইবেকারের মাধ্যমে জগন্নাথপুর ফুটবল একাদশ ৫-৩ গোলে জয়লাভ করে।
শমসের নগর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জগন্নাথপুর একাদশের জয়লাভ
