Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শান্তিগঞ্জে ১৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জগন্নাথপুর২৪ ডেস্ক::
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলায় ১৮ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নির্বাচনী বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করা হয়।
পশ্চিম পাগলা ইউনিয়নের জামানত বাজেয়াপ্ত হয়েছে এক চেয়ারম্যান প্রার্থীর। চেয়ারম্যান পদে মো. সজিব আহমদ খেজুর গাছ প্রতীকে ১২৫ ভোট পেয়েছেন। পূর্ব পাগলা ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হয়েছে চার প্রার্থীর। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ৪৯ ভোট, আক্কাস খান ঘোড়া প্রতীকে ৬১০ ভোট, অটোরিকশা প্রতীকে আলাল মিয়া ১৭ ভোট, জয়নাল আবেদীন টেলিফোন প্রতীকে ৪২ ভোট। জয়কলস ইউনিয়নে চার চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী জহির উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৬৫২ ভোট, অটোরিকশা প্রতীকে আব্দুল লতিফ কালাশাহ ১ হাজার ৫৬৬ ভোট, ওয়াছির উদ্দিন ৫০৮ ভোট, হাসান মাহমুদ তারেক মোটরসাইকেল প্রতীকে ৫০২ ভোট। পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীসহ তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী দেবাংশু নৌকা প্রতীকে পেয়েছেন ৮৮৩ ভোট, মফিজুর রহমান খেজুর গাছ প্রতীকে ২৫৫ ভোট ও সামসুল আলম ভূইয়া আনারস প্রতীকে পেয়েছেন ৯৬৫ ভোট। পূর্ব বীরগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রুবেল মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৯৪৮ ভোট ও জমির হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট। শিমুলবাঁক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কবির আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭৮৬ ভোট। পাথারিয়া ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হচ্ছে তিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর। মো. দেলোয়ার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১৪ ভোট, বদরুজ্জামান আনারস প্রতীকে ৫৭ ভোট ও হারুনুর রশীদ অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। নির্দিষ্ট সংখ্যক ভোট না পেলে ঐ প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে বলে জানান তিনি।

Exit mobile version