Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে এবার আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পদত্যাগ করতে তারা উপাচার্যকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে আগামী রবিবার তারা কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে।
বৃহস্পতিবার মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়- উপাচার্যের পদত্যাগ ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন শুরু করে। বেলা ২টা পর্যন্ত তারা ওই স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী স্লোগান দিতে থাকে। তারা উপাচার্যকে পদত্যাগের জন্য ৪৮ ঘন্টা অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। এর মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আগামী রবিবার তারা কঠোর কর্মসূচি ঘোষনার হুমকি দেয়।

Exit mobile version