Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাবিতে ১২ জুন থেকে ৪০ দিনের ছুটি শুরু

শাবি প্রতিনিধি: গ্রীষ্মকালীন, শব-ই-কদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১২ জুন থেকে প্রায় ৪০ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে বলে প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

তবে ১০ ও ১১ জুন বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় মূলত আগামীকাল থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তবে ১৫ ও ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ১৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত ক্লাস-পরীক্ষা শুরু হবে। তবে প্রশাসনিক কার্যক্রম ১১ জুন থেকে ২১ জুন এবং ৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো পুরো ছুটিতেই বন্ধ থাকবে উলে­খ করে দ্বিতীয় ছাত্র হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম জানান, ছুটিতে হল বন্ধ থাকবে। তবে একাডেমিক কোন কাজে যারা হলে থাকতে ইচ্ছুক তাদেরকে প্রাধ্যাক্ষের বিশেষ অনুমতি নিয়ে হলে অবস্থান করতে হবে।

Exit mobile version