Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাবিতে ১৪৩০ আসনের বিপরীতে আবেদনকারী ৪১হাজার ২৮৫

সিলেট প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সম্মান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ হয়েছে শুক্রবার। এ বছর অন্যান্য বছরের তুলনায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

এবার দুইটি ইউনিটে ১৪৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ২৮৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। অর্থাৎ এবার ভর্তিযুদ্ধে প্রতি আসনের বিপরীতে ২৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ জন এবং ‘বি’ ইউনিটে ৮৩০ আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮ জন আবেদন করেছেন।

‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ২৭ জন এবং ‘বি’ ইউনিটে প্রতি আসনে ৩১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা এসব তথ্য জানান।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সম্মান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। আগামী ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Exit mobile version