Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শাবির ভর্তি যুদ্ধে ৪২ হাজার শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় ‘এ’ ও ‘বি’ ইউনিটভুক্ত ২৬টি বিভাগের ভর্তিযুদ্ধে লড়েছেন ৪১ হাজারেরও বেশি শিক্ষার্থী। সকালে অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের পরীক্ষা। আর বিকালে ‘বি’ ইউনিটের পরীক্ষা।

শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২১টি এবং ক্যাম্পাসের বাইরে সিলেট নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আরো আটটি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি শিক্ষাবর্ষে এ বিশ্ববিদ্যালয়ে মোট ১৪৪৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটভুক্ত একটি বিভাগের মোট ৬১৩টি আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ জন শিক্ষার্থী ভর্তি আবেদন করেছিলেন। আর ‘বি’ ইউনিটভুক্ত ১৭টি বিভাগে মোট ৮৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছিলেন।
দু’টি ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা খুব একটা ছিল না। তবে এই সংখ্যা এখনও জানা যায়নি।

এদিকে ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে মুক্তিযোদ্ধা কোটায় ২৬ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২৬ জন, প্রতিবন্ধী ১৩ জন এবং পোষ্য কোটায় ১৫ জনসহ মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

Exit mobile version